বিএনপি ভাইস চেয়ারম্যান বলেছেন, সরকারের নীল নকশা বুমেরাং হয়ে যাবে।
Published : 09 Apr 2023, 07:14 PM
নির্বাচন সামনে রেখে সরকার যেভাবে বহুমুখী অপতৎপরতা শুরু করেছে তা বুমেরাংয়ের মতো সরকারের ‘উপরই পড়বে’ বলে মনে করেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শনিবার বিকালে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় থানা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভোটারবিহীন প্রহসনের আরেকটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার ধারাবাহিকতা রক্ষা করার জন্য নীল নকশা প্রণয়ন করেছে।
“নির্বাচন কমিশন কর্তৃক কখনও ব্যালটে আবার কখনও ইভিএমে ভোটের ঘোষণা, ব্রাম্মণবাড়িয়ায় সাত্তার মডেলের উপ-নির্বাচন, বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ নির্বাচনকে সামনে রেখে সরকার বহুমূখী অপতৎপরতা শুরু করেছে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। সরকারের নীল নকশা বুমেরাং হয়ে যাবে।”
বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে এই সরকারকে ক্ষমতা ছাড়াতে বাধ্য করবে বলে হুঁশিয়ার দেন তিনি।
সারাদেশে বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও আওয়ামী লীগ সরকারের সর্বগ্রাসী দূর্নীতির প্রতিবাদে এই কর্মসূচি করে বিএনপি।
এতে সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেন, “দেশে দূর্নীতির মহোৎসব চলছে। সরকারের মন্ত্রী-এমপি ও সুবিধাভোগীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।
“সরকার দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশটাকে ফোকলা বানিয়ে ফেলেছে। দূর্নীতিবাজরা এখন পালানোর পরিকল্পনা করছে। অনেক মন্ত্রী, এমপি ইতোমধ্যে লাল পাসপোর্ট স্যারেন্ডার করেছে, আরও অনেকে করবে।”
পাহাড়তলী থানা বিএনপির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন জিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শামসুল আলম, মফিজুল হক ভূইয়া, শ্রমিকদলর কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দীন বক্তব্য দেন।
এদিন নগরীর হালিশহর ওয়াপদা মোড়ে থানা বিএনপি আয়োজিত পৃথক কর্মসূচিতেও বক্তব্য দেন আবদুল্লাহ আল নোমান।