অন্য নারীর সঙ্গে সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করেন ওই ব্যক্তি।
Published : 17 May 2023, 08:27 PM
চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মোহরায় ছয় বছর আগে স্ত্রীকে হত্যার এক মামলায় একব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় দেন।
দণ্ডিত মো. রিদোয়ানুল হক ওরফে সোহেল রানা ওরফে হৃদয় (৩৬) কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া চালিয়াতলী গ্রামের মোক্তার আহাম্মদ নাগুর ছেলে।
আদালতের অতিরিক্ত পিপি দীর্ঘতম বড়ুয়া দিঘু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্ত্রী শানু আক্তারকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী রিদোয়ানুল হককে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেন।
রায় ঘোষণার পর আসামি রিদোয়ানুলকে কারাগারে পাঠানো হয়েছে।
আইনজীবী দীর্ঘতম বড়ুয়া বলেন, “শানু আক্তার নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। রিদোয়ানুলের পরকীয়া সম্পর্ক ছিল এক নারীর সঙ্গে। এ নিয়ে বিরোধের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করে রিদোয়ানুল।”
মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ১৫ অক্টোবর রাতে নগরীর চান্দগাঁও থানার পশ্চিম মোহরা প্রাথমিক বিদ্যালয়ের পিছনে ভাড়া বাসায় গলায় ওড়না পেঁচানো অবস্থায় শানু আক্তারের লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় শানুর ভাই মো. ইসকান্দর বাদী হয়ে তার ভগ্নিপতি মো. রিদোয়ানুলকে একমাত্র আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।
২০১৭ সালের ১৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ওই বছরের ১৯ জুলাই আদালতে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।