আগামী ২৮ মার্চ থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
Published : 22 Jan 2023, 11:06 PM
২০১৩ সালে যানবাহন ভাঙচুর ও পোড়ানোর ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ডের এক মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব আসলাম চৌধুরীসহ ৫০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
রোববার চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সারের আদালতে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
চট্টগ্রাম জেলা পিপি ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। ইউসুফ নামে এক আসামি মারা যাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।”
আগামী ২৮ মার্চ থেকে এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে বলেও জানান তিনি।
২০১৩ সালের ৮ নভেম্বর রাতে সীতাকুণ্ডের ঢালিপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, পোড়ানো ও সড়ক অবরোধের ঘটনায় সীতাকুণ্ড থানায় আসলাম চৌধুরীসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে একটি মামলা করে।
আসলাম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে এবং ওই ঘটনার সময় তিনি উত্তর জেলা বিএনপির নেতা ছিলেন। বর্তমানে কারাবন্দি এ নেতা বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব।