আদালত মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
Published : 11 Feb 2024, 05:32 PM
পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলায় আরও দুই সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন; তাদের জেরাও শেষ হয়েছে।
সোমবার চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন পিবিআই হেডকোয়ার্টারের ফরেনসিক টিমের ইন্সপেক্টর মো. আবদুল বাদি এবং জব্দ তালিকার সাক্ষী পিবিআইর এএসআই মো. সাহাবুদ্দিন।
পরে আসামি বাবুল আক্তারের পক্ষে আইনজীবী কফিল উদ্দিন সাক্ষীদের জেরা করেন। দুই সাক্ষীর জেরা শেষে দিনের কার্যক্রম শেষ হয়। আদালত মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)