চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের শিক্ষার্থীদের পেশাগত চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
Published : 06 Oct 2023, 03:24 AM
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথমবারের মত শিক্ষার্থীদের পেশাগত চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শনিবার ফৌজদারহাটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য ডা. ইসমাইল খানের হাতে ফল হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদের ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।
বিশ্ববিদ্যালয়ের অধীনে এই বছর ১৬ টি মেডিকেল কলেজে মোট ১১৪৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩৭ জন উত্তীর্ণ (৭৩.০৩%) এবং ২ টি ডেন্টাল কলেজে মোট ১০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৮২ জন উত্তীর্ণ হন (৭৬.৬৩%) বলে অনুষ্ঠানে জানানো হয়।
চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষ হতে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। শনিবার প্রথম ব্যাচের ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পেশাগত চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ হলো।
[ প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ২ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid0yfoQ59nMyKdSKxEfoyfWF4DAFzwcfN5hU1dpyNdZ8Co3pj8LugNq7FjS6XNjgJXUl ]