দণ্ডিতের সঙ্গে থাকা আরও তিনজন পালিয়ে গেছে।
Published : 22 Sep 2022, 09:23 PM
চট্টগ্রামের লোহাগাড়া সদরে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করায় এক তরুণকে ছয় মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চ বিদ্যালয় এলাকায় ওই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ।
দণ্ডিত মোহাম্মদ রিদুয়ান (১৯) উপজেলা সদরের পুরাতন থানা এলাকার মোহাম্মদ ইউনুচের ছেলে।
ইউএনও শরীফ উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসএসসি পরীক্ষা কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে কয়েকজন বখাটে যুবক পরীক্ষার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ আসছিল গত কয়েকদিন ধরে।
“আজ পরীক্ষার সময় আমরা সেখানে গিয়ে হাতেনাতে রিদুয়ানকে আটক করতে সক্ষম হই। এ সময় তার সাথে থাকা আরও তিনজন পালিয়ে যায়।”
দৌড়ে রিদুয়ানকে ধরতে গিয়ে এক আনসার সদস্য পড়ে গিয়ে হাত-পায়ে ব্যথা পেয়েছেন জানিয়ে ইউএনও শরীফ বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিদুয়ানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।”
সাজা দেওয়ার পর ওই তরুণকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।