বছর দেড়েক আগে তারা চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানা এলাকায় ধরা পড়ে।
চট্টগ্রামে আগুনে পুড়েছে যাত্রীবাহী একটি বাস; তবে সেসময় চালক বা যাত্রীদের কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন বাস কাউন্টারের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাকলিয়া থানার এসআই সোহেল রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হানিফ পরিবহন নামের মিনি বাসটি কাউন্টারের সামনে রাখা ছিল। রাত সাড়ে ১০টার দিকে বাসটিতে হঠাৎ আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। এসময় বাসে কোন যাত্রী এবং চালক, সহকারী কেউ ছিলেন না বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস নন্দনকানন স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলী জানান, সাড়ে ১০টার একটু পর আগুন লাগার খবর পেয়ে তাদের একটি দল গিয়ে আগুন নেভায়।
প্রাথমিক ভাবে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।