চট্টগ্রামে মারামারিতে কিশোরের মৃত্যু, আরেক কিশোর গ্রেপ্তার

কাছাকাছি বয়সের ওই দুই কিশোর সম্পর্কে চাচা-ভাতিজা হলেও তারা ছিল বন্ধুর মত।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 June 2023, 07:33 AM
Updated : 7 June 2023, 07:33 AM

চট্টগ্রামের পটিয়ায় দোকানের ‘বিল’ পরিশোধ নিয়ে ঝগড়া ও মারামারিতে এক কিশোর নিহতের ঘটনায় আরেক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ; কাছাকাছি বয়সের ওই দুই কিশোর সম্পর্কে চাচা-ভাতিজা।

উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নে মঙ্গলবার মাদ্রাসা শিক্ষার্থী মো. মাঈনউদ্দিন মারুফ তার আত্মীয় ওই কিশোরের সঙ্গে মারামারিতে জড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে। এরপর পরিবারের সদস্যরা তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন বলে জানান পটিয়া থানার ওসি প্রিটন সরকার।

এরপর পুলিশ মঙ্গলবার রাতেই হুলাইন এলাকা থেকে ১৬ বছর বয়েসী এক কিশোরকে গ্রেপ্তার করে।

ওসি প্রিটন সরকার বলেন, মারুফ ও গ্রেপ্তার কিশোর সম্পর্কে চাচা-ভাতিজা হলেও দুজন ছিল বন্ধুর মত, একসঙ্গে চলাফেরা করত।

এই পুলিশ কর্মকর্তা বলেন, “ঘটনা শুরু হয় স্থানীয় একটি চায়ের দোকানে বিল বাকি রাখাকে কেন্দ্র করে। ওই দোকানে মারুফ ও তার বন্ধুদের চা-নাস্তা করিয়েছিল গ্রেপ্তার কিশোর। কিন্তু দোকানের দেড়শ টাকা বিল না দিয়ে ওই কিশোর চলে যায়। এরপর দোকানদার মারুফকে ডেকে বলেছিল, তার বন্ধু যেন বিল দিয়ে যায়।”

ওসি বলেন, “বাড়ি ফিরে মারুফ ওই কিশোরকে টাকা পরিশোধের কথা বললে সে টাকা দিতে চায়নি। এ নিয়ে দুজনের কথা কাটাকাটি শুরু হয় এবং এক পর্যায়ে দুই জনই মারামারিতে জড়িয়ে পড়ে।“

মারুফের মৃত্যুর পর তার পরিবার থেকে মামলা করা হলে পুলিশ ওই কিশোরকে তার খালার বাড়ি থেকে গ্রেপ্তার করে।