এসব জমির অদূরেই আউটার রিং রোড ও ফৌজদারহাট পুলিশ বক্স হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
Published : 04 Jan 2023, 07:31 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডের উত্তর সলিমপুর মৌজায় অভিযান চালিয়ে ১৯৪ একর খাস জমি উদ্ধার করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা ওই অভিযানে টোল রোড সংলগ্ন শুকতারা রেস্টুরেন্ট ও ভাই ভাই রেস্টুরেন্ট, আশেপাশের বেশ কিছু দোকান ও প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এছাড়া ওই এলাকার বড় দুটি পুকুরসহ সর্বমোট ১৯৪ দশমিক ১৮ একর সরকারি জায়গা নিয়ন্ত্রণে নিয়ে লাল পতাকা ও সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।
অভিযান পরিচালনাকারী সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম জানান, আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উত্তর সলিমপুর মৌজার এসব জমি টোল রোডের দুই পাশে। এর অদূরেই আউটার রিং রোড ও ফৌজদারহাট পুলিশ বক্স হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক।
চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফকরুজ্জামান বলেন, যেখানেই অবৈধ দখলদার পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উদ্ধার করা এসব জায়গায় জনস্বার্থে সরকারের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করার কথা জানান তিনি।
অভিযানের সময় উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।