উচ্চাঙ্গ সংগীতে মাতল চট্টগ্রাম

দুই দিনের এই উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শনিবার শেষ হবে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Feb 2023, 04:02 PM
Updated : 3 Feb 2023, 04:02 PM

কণ্ঠে ধ্রুপদী সুরের সঙ্গে তবলা ও তানপুরার যুগলবন্দি যে মুর্ছনার সৃষ্টি করল, তা যেন এক আনন্দলোক।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে এমনই সুর-তাল-লয়ে মাতালো ২৬তম জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন।

সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদ বাংলাদেশের আয়োজনে এবারের সম্মেলন ব্রাহ্মণবাড়িয়ার শিবপুরের খাঁ বাড়ির ছোট সন্তান উস্তাদ আয়েত আলী খাঁ কে উৎসর্গ করা হয়।

সন্ধ্যায় সম্মেলনের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যকার আহমেদ ইকবাল হায়দার; সদারঙ্গের সহসভাপতি অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

‘ধ্রুপদ’ পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। রাগ কেদারের সুরে পণ্ডিত স্বর্ণময় চক্রবর্তীর সুর বিন্যাসে সম্মেলক ধ্রুপদ পরিবেশন করেন সদারঙ্গের শিক্ষার্থী সদস্যরা। তবলায় সঙ্গত করেন শিল্পী রাজীব চক্রবর্তী।

এরপর মেঘমাল্লার রাগ পরিবেশন করেন কুমিল্লার শিল্পী ফারুক আহম্মেদ; তবলায় ছিলেন চট্টগ্রামের শিল্পী সানি দে, হারমোনিয়ামে ফাল্গুনী বড়ূয়া।

রাগ মধুবন্তীতে মুগ্ধ করেন চট্টগ্রামের শিল্পী প্রমিত বাড়ুয়া। তবলায় ছিলেন রাজীব চক্রবর্তী। রাগ বেহাগের বিরহী রূপ ফুটিয়ে তোলেন ঢাকার শিল্পী দিপ্তী সমাদ্দার দিপু। তবলায় ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার প্রশান্ত ভৌমিক।

সেতারে রাগ চারুকেশি পরিবেশন করেন খুলনার শিল্পী জ্যোতি ব্যানার্জী। রাগ ভাটিয়ারীতে ধুন পরিবেশনার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম দিনের সমাপ্তি হয়।

শনিবার সকাল ৯টায় শুরু হবে শিশু-কিশোরদের উচ্চাঙ্গ সংগীত পরিবেশনা।

সম্মেলনের চতুর্থ অধিবেশনের- সেমিনারে ‘তবলার একক বাদন ও সঙ্গত’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন পণ্ডিত শ্যামল দেব, আলোচক হিসাবে থাকবেন পণ্ডিত সুভাষ কান্তি দাস।

পঞ্চম অধিবেশনে সন্ধ্যা ৬টায় শুরু হবে উচ্চাঙ্গ সংগীত।

আরও পড়ুন-

Also Read: জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন শুরু শুক্রবার