চট্টগ্রামে তারাবি শেষে ফেরার পথে ছুরিকাঘাতে খুন

পুলিশ বলছে, “তারাবি নামাজ শেষে রাতে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাসুদুর; পথে কয়েকজন তাকে ছুরিকাঘাত করে।”

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 March 2023, 05:39 AM
Updated : 26 March 2023, 05:39 AM

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘পূর্ব শত্রুতার জেরে’ এক ব্যক্তিকে ছুরিকাঘাতে খুনের অভিযোগ উঠেছে, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে ভুজপুর থানার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা বাজারে এ ঘটনা ঘটে বলে দাঁতমারা তদন্ত কেন্দ্রের পরিদর্শক নাজের হোসেন জানান।

নিহত মাসুদুর রহমানের (৪০) বাড়ি ওই ইউনিয়নের ফুলছড়ি গ্রামে।

পরিদর্শক নাজের বলেন, তারাবি নামাজ শেষে রাতে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন মাসুদুর। সেসময় বালুটিলা বাজারে কয়েকজন তার পথরোধ করে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাসুদুরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘পূর্ব বিরোধের জেরে’ এ হত্যাকাণ্ড ঘটেছে। মাসুদের ছোট ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

“হত্যাকাণ্ডের পরপরই অভিযান চালিয়ে শামীম ও দেলোয়ার নামে এজহারভুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

মরদেহ ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।