সন্তোষ কুমার চাকমাকে পাঁচলাইশের ওসি করে পাঠানো হয়েছে।
Published : 20 Aug 2023, 07:48 PM
চট্টগ্রামের পাঁচলাইশ ও খুলশী থানার ওসির পরিবর্তন হয়েছে।
পাঁচলাইশের ওসি নাজিম উদ্দিন মজুমদারকে নগর পুলিশের বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমাকে পাঠানো হয়েছে পাঁচলাইশে।
খুলশীতে ওসি করে পাঠানো হয়েছে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল হাওলাদারকে।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) স্পীনা রানী প্রামাণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় রোববার বদলির এই আদেশ দিয়েছেন।
দুই থানার ওসির পাশাপাশি আরও তিন পরিদর্শকও বদলি হয়েছেন। এসবি’র পরিদর্শক এআই এম তৌহিদুল করিমকে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত), একই দপ্তরের রফিক উল্লাহকে প্রসিকিউশন শাখায়, প্রসিকিউশন শাখার পরিদর্শক মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা শাখার উত্তর বিভাগে বদলি করা হয়েছে।
সিএমপি গোয়েন্দা বিভাগে কর্মরত থাকাকালীন সন্তোষ চাকমা সদরঘাট থানার একটি ডাকাতি মামলার তদন্ত করতে গিয়ে এ ডাকাতির সঙ্গে জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি তুলে আনেন। বিভিন্ন জঙ্গি আস্তানায় অভিযান ও বোমা নিস্ক্রিয়করণে তার ভূমিকা আলোচিত ছিল।
পরবর্তীকালে পিবিআই’তে পরিদর্শক হিসেবে কর্মরত অবস্থায় সন্তোষ কর্ণফুলী থানায় ডাকাতি ও গণধর্ষণ, ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার তদন্ত করে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার ও তার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছিলেন।
সর্বশেষ বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলাটি পিবিআইতে স্থানান্তরের পর এ মামলায় তদন্ত কর্মকর্তা ছিলেন সন্তোষ চাকমা। তখনই গ্রেপ্তার হন বাবুল। তদন্ত চলাকালীন পিবিআই থেকে বদলি হয়ে পুনরায় সিএমপি’তে ফেরেন সন্তোষ।