মাছ ধরতে যাওয়ার পরদিন থেকে ট্রলারটি গভীর সাগরে নিয়ন্ত্রণহীনভাবে ভাসছিল।
Published : 18 Jul 2023, 07:35 PM
ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকা ট্রলার থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার ভোরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ডের অদূরে ভাসতে থাকা ‘এফভি সাইফুর’ নামে মাছ ধরার ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয় বলে কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ১৪ জুলাই নোয়াখালীর হাতিয়া থেকে মাছ ধরার উদ্দেশে সমুদ্রে যায়। পরদিন ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় সেটি গভীর সাগরে নিয়ন্ত্রণহীন ভাবে ভাসতে থাকে।
ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় আসার পর সহায়তা চাওয়া হয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার রাত দেড়টার দিকে কোস্টগার্ডের টহল জাহাজ ‘সবুজ বাংলা’ উদ্ধার অভিযান শুরু করে। উত্তাল সমুদ্রে সাড়ে তিন ঘন্টা অভিযান চালিয়ে ভোর ৫টর দিকে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিম দিকে বিপজ্জনকভাবে ভাসতে থাকা ট্রলারটির অবস্থান শনাক্ত করা হয়। পরে ১৮ জেলেসহ এটিকে উদ্ধার করে পতেঙ্গায় নিয়ে আসা হয়।
জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ট্রলারটি মালিকের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে মৎস্য সম্পদ সুরক্ষা ও বংশবিস্তারে বঙ্গোপসাগরে মাছ ধরা ৬৫ দিনের জন্য বন্ধ রয়েছে। গত ২০ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২৩ জুলাই পর্যন্ত।
নিষেধাজ্ঞা অমান্য করেই ট্রলারটি মাছ ধরতে সাগরে গিয়েছিল বলে কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন।