টানেলের ভিতর অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঘটনায় সাতটি গাড়ি শনাক্ত হয়েছে; এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
Published : 01 Nov 2023, 08:45 PM
কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলে কার রেসিং আর সেলফি তোলার মত ঘটনা ঘটার পর নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি টানেল ব্যবহারাকারীদেরও সতর্ক হতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
টানেল খোলার চার দিনের মধ্যে কার রেসিং, দ্রুত গতির বাস চালিয়ে প্রাইভেট কারকে পিছন থেকে ধাক্কা দেওয়া, টানেলের ভেতর সেলফি তোলা এবং নিয়ন্ত্রণ হারিয়ে টোল প্লাজার ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার কয়েকটি ঘটনা ঘটেছে।
পুলিশ জানিয়েছে, টানেলের ভিতর অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর ঘটনায় সাতটি গাড়ি শনাক্ত হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
শনিবার সকালে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এরপর রোববার থেকে টানেল জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। রোববার রাতেই দুটি ঘটনা ঘটে।
সেদিন গভীর রাতে টানেলের ভেতরে দ্রুতগতিতে ১০টি গাড়িকে প্রতিযোগিতা করতে দেখা যায়। টানেলের নির্ধারিত গতিসীমা ৬০ কিলোমিটার অতিক্রম করেছিল প্রাইভেট কারগুলো।
এর আগে টানেলের আনোয়ারা প্রান্তের অদূরে মূল সড়কে প্রাইভেট কারগুলোর কসরত করার ভিডিও পাওয়া যায়।
রোববার রাত ৩টার দিকে টানেলের আনোয়ারা প্রান্তে টোল প্লাজায় একটি প্রাডো গাড়ি ‘অসাবধানতাবশত’ আন্ডারভিহিকেল স্ক্যানিং সিস্টেমের রেলিংয়ের বাম্পারে ধাক্কা দেয়। এতে রেলিং ক্ষতিগ্রস্ত হয়।
এরপর সোমবার রাতে টানেলের ভেতরে নগর ছাত্রলীগের এক নেতা এবং সাতকানিয়া উপজেলার একটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৫ জনের তোলা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
সবশেষ টানেলের ভেতরে একটি বাস পিছন থেকে দ্রুতগতিতে একটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। সেই ভিডিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায়। ওই ধাক্কায় প্রাইভেট কারের পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
এসব ঘটনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার রেসিং ও দুর্ঘটনার বিষয়ে পুলিশকে জানানো হয়েছে। পুলিশ ব্যবস্থা নেবে।
“তবে এমন কোনো ব্যবস্থা নেওয়া ঠিক হবে না যাতে টানেল ব্যবহারের ক্ষেত্রে মানুষ ভয় পায়।”
দেশের প্রথম টানেল হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ‘কৌতুহল ও উৎসাহ’ বেশি হওয়ায় শুরুতে ‘কিছু’ ঘটনা ঘটলেও পরে এমন আর ঘটবে না বলে আশাবাদী টানেল কর্তৃপক্ষ।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুরু থেকেই আমরা টানেল ব্যবহারকারীদের সতর্ক করছি যাতে নির্দেশনা মেনে তারা চলাচল করেন। কৌতুহল ও উৎসাহ খুব বেশি থাকায় দুয়েকটা ঘটনা ঘটেছে।
“আর রোববার রাতে প্রাইভেট কারগুলো টানেলের ভিতর লেইন চেঞ্জ করেছে, যা করা নিষেধ। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। পুলিশকেও জানানো হয়েছে। কেউ আইন ভঙ্গ করলে অবশ্যেই তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
আর গাড়ির পেছনে বাসের ধাক্কার ঘটনার বিষয়ে তানভীর রিফাত বলেন, “বাসটি বেশি গতির কারণে শেষ মুহূর্তে ব্রেক চেপেও থামাতে পারেনি। এটা বাস চালকের ভুল। “
টানেলের ভিতর লেন ক্রসিংয়ের অনুমতি নেই। এছাড়া টানেলের ভিতর নেমে হাঁটাচলা বা সেলফি তোলায় নিষেধাজ্ঞা আছে। মোটর সাইকেল ও থ্রি হুইলার চলাচলও করতে পারবে না টানেলের ভেতরে।
এদিকে রোববার টানেল খোলার দিন থেকে টানেলের পতেঙ্গা প্রান্তে ভাড়ায় মাইক্রোবাস সেবা চালু হয়েছে। যাদের নিজস্ব গাড়ি নেই, তারা মাইক্রোবাসে ভাড়ার যাত্রী হিসেবে টানেল ঘুরে দেখছেন। টানেল দেখতে বুধবার থেকে বাস সার্ভিসও চালু হয়েছে।
টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, “আমরা সার্বক্ষণিক মনিটিরিং করছি। আমাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। নৌবাহিনী, পুলিশ এবং আমাদের সিকিউরিটি টিম সার্বক্ষণিক মনিটরিং করছে।
“সবাই নিয়মিত পেট্রোলিং করছি, যাতে এ ধরনের কিছু আর না ঘটে। গতকাল ও আজ তেমন কিছু ঘটেনি মনিটরিং এর কারণে।”
বিএনপির ডাকে তিন দিনের অবরোধের কারণে মঙ্গলবার থেকে টানেলে প্রত্যাশার তুলনায় গাড়ি চলাচল কিছুটা কম বলে জানান তিনি।
তানভীর রিফাত বলেন, “কাল (বৃহস্পতিবার) দুপুরের পর থেকে যানবাহন অনেক বেড়ে যাবে বলে ধারণা করছি।”
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে যারা টানেল দেখতে যাবেন, তাদের নিয়ম অনুসরণ করে এবং ট্রাফিক আইন মেনে টানেলে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন তানভীর রিফাত।
কার রেসিং এর ঘটনায় জড়িত গাড়িগুলোর বিষয়ে জানতে চাইলে নগর পুলিশের উপ-কমিশনার শাকিলা সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতটি গাড়ি শনাক্ত করা হয়েছে। টানেল কর্তৃপক্ষ মামলা করছে। মামলা প্রক্রিয়াধীন আছে। মামলা হওয়ার পর মালিকদের শনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”