“বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি গণতান্ত্রিক দল,” বলেন তিনি।
Published : 22 Dec 2023, 06:09 PM
বিদেশে বসে থাকা ‘গডফাদারের’ কারণে ভোট উৎসবে অংশ নিতে না পেরে বিএনপি সমর্থকরা হতাশ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
শুক্রবার নগরীর ২৩ নম্বর পাঠানটুলি ওয়ার্ডে জনসংযোগের সময় তিনি এ মন্তব্য করেন।
চট্টগ্রাম-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী নওফেলের কাছে প্রশ্ন ছিল, কেমন সাড়া পাচ্ছেন?
উত্তরে নওফেল বলেন, “খুবই ভালো সাড়া পাচ্ছি। বিএনপি-জামাতের যারা সমর্থক বা যে পরিবারগুলো আছে, তারা হতাশ। হতাশ, কারণ তারা এই উৎসবের অংশ হতে চায়। তারা সেখানে ভোট দিতে পারছে না।
“এটা বিদেশে বসে থাকা গডফাদারের দোষ। গডফাদার যদি না থাকত, তারাও এই চমৎকার নির্বাচনি পরিবেশের অংশ হতে পারত। তারা তাদের ভোটাধিকার চর্চা করতে পারতেন। এটাতে তাদেরকেও নিরাশ করা হয়েছে।”
এর আগে শুক্রবার নগরীর ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে কর্মী সভায় নওফেল বলেন, “বিএনপি ঠুনকো অজুহাতে নির্বাচনি ট্রেন মিস করে বিষধর সর্পে পরিণত হয়েছে এবং চোরাগোপ্তা অগ্নি সন্ত্রাস চালিয়ে এখন চিহ্নিত সস্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। এই দলটি চক্রান্তের রাজনীতিতে পরিপক্ব। দেশপ্রেমের চিহ্নমাত্র নেই এই দলটির মধ্যে নেই। এটি বিষাক্ত পরগাছা।
“বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনমুখী একটি গণতান্ত্রিক দল। এই দলটির একমাত্র লক্ষ্য অসাম্প্রদায়িক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা। শেখ হাসিনা টানা তিনবার ক্ষমতায় থেকে দেশ ও জাতির অভাবনীয় উন্নয়ন কর্মকাণ্ড করেছেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের পথে।”
এবার নৌকার বিজয় হলে দেশ অচিরেই মধ্য আয়ের দেশ থেকে উন্নত দেশে উন্নীত হবে বলেও মন্তব্য করেন নওফেল।
পূর্ব বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহমদ ইলিয়াসের সভাপতিত্বে ও হারুনুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল ও খোরশেদ আলম সুজন, উপ-প্রচার সম্পাদক শহিদুল আলম, সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিন আক্তার রুজি।
পাঠানটুলি ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্যনির্বাহী সদস্য হাজী দোস্ত মোহাম্মদ, মোহাম্মদ জাবেদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস কাজেমী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন।