Published : 16 Mar 2024, 08:10 PM
চট্টগ্রাম নগরীর আমতল এলাকায় একটি বেসরকারি ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সন্ধ্যা ৭টার পর নন্দনকানন ফায়ার স্টেশনের অদূরে রাইফেল ক্লাব প্রাঙ্গণে এ আগুনের ঘটনা ঘটে।
রাইফেল ক্লাব কমপ্লেক্সের প্রবেশপথ লাগোয়া বেসরকারি ইউসিবির (ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক) জুবিলী রোড শাখায় ওই আগুন লাগে।
ঘটনাস্থলে দেখা গেছে, ভবনটির নিচতলায় ব্যাংকের ওই শাখা থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।
ফায়ার সার্ভিসের নন্দনকানন স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী জানান, আগুন নিয়ন্ত্রণে তাদের ছয়টি ইউনিট কাজ করে। রাত ৯টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে রাত পৌনে ১১টার দিকেও আগুন নেভানোর কাজ চলছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ।
আগুন লাগার সময় ব্যাংকের ওই শাখা বন্ধ ছিল। ব্যাংকের ভেতরে কোনো কর্মকর্তা-কর্মচারী ছিল না। তবে বাইরে নিরাপত্তা রক্ষী ছিল। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।