ইমামগঞ্জ মৌজার ১৯৩ বিএস খতিয়ানভুক্ত ৬২৯ দাগের ৯ শতক সরকারি ভিপি (ভ্যাস্টেড প্রোপার্টি বা অর্পিত সম্পত্তি) জায়গা আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট রিসার্স ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান ২০০৭ সালে লিজ নিয়েছিল।
Published : 15 Jun 2023, 06:55 PM
ভুয়া নামে লিজ নেওয়ার অভিযোগে চট্টগ্রামে একটি কোচিং সেন্টার উচ্ছেদ করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার নগরীর চকবাজার লালচাঁদ সড়কে অবস্থিত ‘প্রবাহ কোচিং সেন্টার’ নামের প্রতিষ্ঠানটি উচ্ছেদ করে মালামাল অপসারণ করা হয়েছে বলে জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের এনডিসি তৌহিদুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ইমামগঞ্জ মৌজার ১৯৩ বিএস খতিয়ানভুক্ত ৬২৯ দাগের ৯ শতক সরকারি ভিপি (ভ্যাস্টেড প্রোপার্টি বা অর্পিত সম্পত্তি) জায়গা আজিজুর রহমান ইসলামিক স্টুডেন্ট রিসার্স ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান ২০০৭ সালে লিজ নিয়েছিল।
“ভুয়া নামে লিজ নিয়ে আট বছরেরও বেশি সময় ধরে সেখানে প্রবাহ কোচিং সেন্টার পরিচালনা করা হচ্ছিল। কোচিং সেন্টার চালানোর বিষয়টি জানতে পেরে লিজ বাতিল করে সেখানে উচ্ছেদ অভিযান চালানো হয়।”
এনডিসি তৌহিদুল ইসলাম জানান, উচ্ছেদ অভিযানে ১০টি কক্ষ থেকে ২৫০টি বেঞ্চ, আটটি এসি, দুইটি ফ্রিজ ও আলমারিসহ বিভিন্ন মালামাল কোচিং সেন্টারের হিসাব কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি উচ্ছেদ করা জায়গাটি জেলা প্রশাসনের ভিডি শাখার প্রতিনিধিকে বুঝিয়ে দেয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিভিন্ন শ্রেণিভিত্তিক পাঠদান করা হয় এ কোচিং সেন্টারে। নগরীর বিভিন্ন স্থানে এ কোচিং সেন্টারের শাখা আছে।