অগ্নি নিরাপত্তা: চট্টগ্রামে ইসহাক কন্টেইনার ডিপোকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালত অভিযানে দেখতে পায়, এ আইসিডিতে কয়েক হাজার কন্টেইনার থাকলেও অগ্নি নির্বাপন যন্ত্র মাত্র ৩৫০টি।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 02:06 PM
Updated : 7 Jan 2023, 02:06 PM

পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চট্টগ্রামে ইসহাক কন্টেইনার ডিপো নামে একটি বেসরকারি আইসিডিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযানে ফায়ার সার্ভিসের পরিদর্শক দলও ছিল।

নগরীর হালিশহরে ইসহাক কন্টেইনার ডিপোতে অভিযানকালে আদালত দেখতে পায়, সেখানে ‘ফায়ার সেফটি প্লান’ ও পর্যাপ্ত অগ্নি নির্বাপন যন্ত্র নেই। এছাড়া অনুমোদনহীন একটি পেট্রোল পাম্পও রয়েছে। ২২ বছরের পুরনো এ আইসিডিতে কয়েক হাজার কন্টেইনার থাকলেও অগ্নি নির্বাপন যন্ত্র মাত্র ৩৫০টি।

এসময় ডিপোটিকে দুই লাখ টাকা অর্থদণ্ডের পাশাপাশি সাত দিনের মধ্যে পেট্রোল পাম্পের আবেদন করার নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত জানান, ফুয়েল স্টেশনের জন্য বাধ্যতামূলক বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স ও জেলা প্রশাসকের অনাপত্তিপত্র নেই ডিপোটির।

“এই প্রতিষ্ঠান পরিচালিত হয় ২০ বছরের বেশি সময় ধরে। এই দীর্ঘ সময়ে তারা ফায়ারের সেফটি প্ল্যানও বাস্তবায়ন করতে পারেনি।”

পরে নগরীর বাংলাবাজার দোভাষ ঘাটের পাশে আদিলা অ্যাপারেলস লিমিটেড নামের একটি পোশাক কারখানাকেও দেড় লাখ টাকা জরিমানা করে অভিযান দলটি।

সেখানেও অগ্নি নিরাপত্তা পরিকল্পনা ও পর্যাপ্ত নির্বাপক যন্ত্র, ভূ-গর্ভস্থ পানির ট্যাংক এবং বিকল্প বের হওয়ার পথ ছিল না। এসব কারণে জরিমানা করা হয়।