সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত যেসব সড়ক দিয়ে মিলাদুন্নবীর শোভাযাত্রা যাবে, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
Published : 12 Dec 2023, 01:30 PM
চট্টগ্রাম নগরীতে ঈদে মিলাদুন্নবীতে ঐতিহ্যবাহী ‘জশনে জুলুস' এর জন্য বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
পুলিশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত যেসব সড়ক দিয়ে মিলাদুন্নবীর শোভাযাত্রা যাবে, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতিবছরের মত এবারও বন্দর নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিলা মাদ্রাসা থেকে জশনে জুলুস বের হবে। আনজুমান-এ-রহমানিয়া-আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবছর হবে ৫১তম জুলস।
চট্টগ্রাম নগরী ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আসা মুসলমানরা মিলাদুন্নবীর এ শোভাযাত্রায় জমায়েত হন। বিবিরহাট, মুরাদপুর, পাঁচলাইশ, কাতালগঞ্জ, চকবাজার, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল মোড় হয়ে আসকার দিঘী, কাজীর দেউড়ি, আলমাস, ওয়াসা, জিইসি, ষোলশহর ও মুরাদপুর হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিলা মাদ্রাসায় গিয়ে শেষ হবে জুলুস।
সিএমপি’র ট্রাফিক বিভাগ থেকে এক নির্দেশনায় জানানো হয়েছে, জুলুস চলার সময় পাঁচলাইশ থানার মোড় থেকে মুরাদপুর হয়ে বিবিরহাট, মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চকবাজার অলিখাঁ মসজিদ, তেলেপট্টি মোড়, প্যারেড কর্নার, গণি বেকারি, চেরাগী পাহাড়, সার্সন রোডের মুখ, সিজিএস স্কুল, চট্টেশ্বরী মোড়, এমএ আজিজ স্টেডিয়াম গোল চত্বর, জিইসি, ষোলশহর ২ নম্বর গেইট এলাকায় সড়ক বন্ধ রেখে ডাইভারশন করা হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)