সম্পত্তির জন্য বাবা-মাকে মারধর, ছেলেসহ ৩ জনকে গ্রেপ্তারে পরোয়ানা

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, বাবা-মাকে মারধরের অভিযোগে আগেও মামলা হয়েছে ছেলে মঞ্জুর মোর্শেদের বিরুদ্ধে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 10:29 AM
Updated : 15 May 2023, 10:29 AM

চট্টগ্রামের হাটহাজারীতে সম্পত্তির লিখে না দেওয়ায় এক দম্পতিতে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার মামলায় তাদের ছেলেসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে আদালত।

চট্টগ্রাম জেলা আদালতের পিপি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী জানিয়েছেন, সোমবার চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমির আদালতে ছেলে মঞ্জুর মোর্শেদসহ ছয়জনের নামে মামলাটি করেন মা আমেনা বেগম।  

আদালত ২০০ ধারায় বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলা আমলে নিয়ে আসামি মঞ্জুর মোর্শেদ এবং তার দুই সহযোগী সানজিদ ও জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার রাত পৌনে ৯টার দিকে আসামি মঞ্জুর মোর্শেদ তার সঙ্গীদের নিয়ে মা ও বাবাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়।“

আর আমিনা বেগম ও তার স্বামীকে মারধরের ঘটনা ‘নতুন নয়’ বলেও তার ভাষ্য।  

তিনি বলেন, “কিছুদিন আগেও সম্পত্তি লিখে না দেওয়ায় মোর্শেদ তার বাবাকেও মারধর করে।  ওই ঘটনায় তার বাবা একটি মামলা করেন। সেই মামলাটি পিবিআইতে তদন্তাধীন আছে।“

কেন বাবা তার নামে মামলা করেছে, ‘সেই রাগে’ মোর্শেদ শুক্রবার রাতে মা-বাবাকে আবার মারধর করে ঘর থেকে বের করে দেন বলে অভিযোগ করা হয় মামলায়।