ছিনতাইয়ের পর তারা মোবাইল, ল্যাপটপ বিক্রি করে দিয়েছিল। সেগুলো উদ্ধার করা হলেও স্বর্ণালঙ্কারের হদিস পাওয়া যায়নি।
Published : 28 Mar 2024, 10:45 PM
গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় চট্টগ্রামে দুই যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে একটি ল্যাপটপ, দুইটি মোবাইল ফোন ও নগদ টাকা।
বৃহস্পতিবার নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধরা হয় সাজ্জাদ হোসেন সিফাত ও মুজিবুল হাসান তাসির নামে দুই তরুণকে।
নগর পুলিশের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২৫ মার্চ গভীর রাতে সিআরবি কাঠের বাংলো এলাকায় তিন জন গোয়েন্দা পুলিশ পরিচয়ে একটি অটো রিকশাকে থামায়। সেই রিকশায় থাকা দুই যাত্রীর কাছ থেকে মোবাইল, ল্যাপটপ, স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।
সেই ঘটনায় এই দুই জন জড়িত ছিলেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
অতনু জানান, ছিনতাইয়ের পর তারা মোবাইল, ল্যাপটপ বিক্রি করে দিয়েছিল। সেগুলো উদ্ধার করা হলেও স্বর্ণালঙ্কারের হদিস পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে।