চট্টগ্রামে মশার কয়েল থেকে ঘরে আগুন, দুই সন্তানসহ মায়ের মৃত্যু

“ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে,” বলেন পরির্দশক হোসাইন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 May 2023, 08:09 AM
Updated : 28 May 2023, 08:09 AM

চট্টগ্রাম নগরীতে বসতঘরে মশার কয়েল থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে দুই সন্তানসহ এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার ভোরে অক্সিজেন মোড় সংলগ্ন শহীদ নগর এলাকায় ইব্রাহীমের বাসায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে বায়েজিদ বোস্তামী থানার পরির্দশক (তদন্ত) মোহাম্মদ হোসাইন জানান।

তিনি বলেন, “ওই বাড়িতে মশার কয়েল থেকে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস আমাদের জানিয়েছে।”

নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার দুই বছরের ছেলে মোহাম্মদ মারুফ এবং সাড়ে তিন বছরের মেয়ে ফারিয়া।

নূর নাহারের স্বামীর নাম মো. মানিক। দুই ছেলেমেয়েকে নিয়ে শহীদ নগর এলাকার ইব্রাহীমের বাসায় ভাড়া থাকতেন তারা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের চিকিৎসক মো. রফিক উদ্দিন জানান, মারুফ, ফারিয়া, তাদের মা নূর নাহার বেগম এবং ইমাম উদ্দিন নামের এক ব্যক্তিকে সকালে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

বার্ন ইউনিটে আনার পরপরই মারুফের মৃত্যু হয়, আর বেলা ১টার দিকে মারা যায় ফারিয়া এবং তার মা নূর নাহার।

ফারিয়া ও নূর নাহারের শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানান এই চিকিৎসক।

রফিক উদ্দিন জানান, আহত ইমাম উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

তবে ইমামউদ্দিনের পরিচয়ের বিস্তারিত পুলিশ এখনও জানতে পারেননি।