র্যাব বলছে, বালু মহাল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মনজুর হোসেনকে হত্যা করা হয়।
Published : 10 Oct 2023, 09:30 PM
বালু মহাল নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যুবলীগ কর্মী মনজুর হোসেন হত্যার প্রধান আসামি মোহাম্মদ মঈন উদ্দিন মঈনুকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, মঙ্গলবার রাতে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় মঈন উদ্দিনকে।
“মূলত বালু মহাল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মনজুর হোসেনকে (৩৫) হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী মঈন উদ্দিন। হত্যাকাণ্ডের সময় মঈন উদ্দিন সেখানে উপস্থিত ছিল,” বলেন র্যাব কর্মকর্তা নূরুল।
গ্রেপ্তার মঈন (৪৫) রাঙ্গুনিয়া উপজেলার মুরাদনগর গ্রামের মৃত নূর মোহাম্মদ খানের ছেলে।
র্যাব কর্মকর্তা নূরুল বলেন, গত রোববার বিকাল সাড়ে ৩টার দিকে মনজুর তার শান্তিনিকেতন এলাকার বালুর মহালে অবস্থান করছিলেন। তখন সেখানে অস্ত্রশস্ত্র নিয়ে যায় আসামিরা।
“তাদের দেখে প্রাণ ভয়ে দৌড়ে পালানোর সময় আসামিরা ভিকটিমকে ধাওয়া করে বালুর মাঠেই এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে আসামিরা আগ্নেয়াস্ত্র দিয়ে মনজুরের পায়ের উপরের অংশে ও নিম্নাংশে একাধিক গুলি করে গুরুতর জখম করে এবং ভিকটিমের সাথে থাকা মো. সেকান্দরকেও মারধর করে জখম করে।”
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনজুরকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় মনজুরের স্ত্রী কোহিনুর বেগম রোববার রাত দেড়টার দিকে চারজনকে আসামি করে হত্যা মামলা করেন।
র্যাব কর্মকর্তা নূরুল বলেন, “ছায়া তদন্ত শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কুমিল্লার চৌদ্দগ্রাম থানার একটি হোটেলে মঈন অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।”
নিহত মনজুর হোসেনের (৪২) বাড়ি স্বনির্ভর ইউনিয়নের ব্রহ্মোত্তর গ্রামে। তিনি স্বনির্ভর ইউনিয়ন যুবলীগের সাবেক প্রচার সম্পাদক।
বালু মহাল নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের জেরে তাকে হত্যা করা হয় বলে পুলিশ সেদিন জানিয়েছিল।