চট্টগ্রামের মীরসরাইয়ে পারিবারিক কলহের জেরে শিশু সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মা ‘আত্মহত্যা’ করলেও বেঁচে গেছে দেড় বছর বয়সী ছেলেটি।
মীরসরাই উপজেলার বারৈয়ারহাট স্টেশন সংলগ্ন কমিউনিটি ক্লিনিকের কাছে রেললাইনে বুধবার বেলা পৌনে ১২টার দিকে চলন্ত ট্রেনের নিচে নিজের দেড় বছর বয়সী শিশু সন্তানসহ ঝাঁপ দেন নাজমা আক্তার।
ঢাকা থেকে চট্টগ্রামমুখী আন্ত:নগর ট্রেন মহানগর প্রভাতীর নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকার অপু মিয়ার স্ত্রী নাজমা। তবে প্রাণে বেঁচে যায় শিশু জাহিদ, যাকে উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি।
বুধবারের ওই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জানাজানি হয় শুক্রবার।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মাজহারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মহানগর প্রভাতীর নিচে শিশুকে নিয়ে লাফ দেওয়ার পর লাইনে কাটা পড়েন মা। ওইসময় ট্রেনটিও কিছুদূর গিয়ে থেমে যায়। সেসময়
ওইদিকে যাবার পথে এক ব্যক্তি শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
পরে সংবাদ পেয়ে শিশুটিকে উদ্ধার করে তার নানা-নানির কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে ওসি বলেন, “আমরা জানতে পেরেছি নাজমা পারিবারিক বিষয় নিয়ে অশান্তিতে ছিলেন।“