নিহত হোসেন সরাইপাড়া এলাকার দফাদার বাড়ির বাসিন্দা।
Published : 09 Feb 2024, 04:38 PM
কথা কাটাকাটির জের ধরে ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে চট্টগ্রামে।
রোববার পাহাড়তলী থানার মধ্যম সরাইপাড়া এলাকায় হাজী আশরাফ আলী মাদ্রাসার কাছে এ ঘটনা ঘটে বলে এসআই আশরাফুল ইসলাম জানান।
নিহত মোহাম্মদ হোসেন (৫০) সরাইপাড়া এলাকার দফাদার বাড়ির বাসিন্দা।
এসআই আশরাফুল ইসলাম বলেন, “দুপুর ২টার দিকে হোসেনের সঙ্গে জসিম নামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। রাস্তার মধ্যে তারা হাতাহাতিতে জড়ায়। জসিম এক পর্যায়ে হোসেনকে ছুরি মারলে তাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।”
হাসাপতালে নেওয়ার পর চিকিৎসক হোসেনকে মৃত ঘোষণা করেন বলে জানান পুলিশের এই এসআই।
হোসেন ও জসিমের মধ্যে আগে থেকেই ‘ঝামেলা ছিল’ বলে ভাষ্য পুলিশের।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)