পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

নিহত দুই যুবক আরএফএল গ্রুপের দুইটি প্রতিষ্টানে চাকরি করতেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2023, 09:26 AM
Updated : 19 Nov 2023, 09:26 AM

চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার উপজেলার কেঁউচিয়া ইউনিয়নে খালেকের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত দুজনের মধ্যে আরিফ হোসেনের (২৩) বাড়ি পাইনবাবগঞ্জে; আর মনমত বৈরাগীর (৩৩) বাড়ি বরিশালে।

আরিফ ও বৈরাগী দুজন আরএফএল গ্রুপের দুটি কোম্পানিতে চাকরি করতেন বলে পুলিশ জানতে পেরেছে।

হাইওয়ে পুলিশ দোহাজারি থানার ওসি মো. ইরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফ ও বৈরিগী মোটরসাইকেলে করে লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন। একইপথে থাকা একটি পিকআপ ভ্যান পাশ থেকে ধাক্কা দিলে তারা দুজনে রাস্তার পাশে ছিটকে পড়েন।“

আরিফ ও বৈরাগীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।