"ফোন করলাম, পুলিশ ধরে বলল থানায় আসেন…অ্যাকসিডেন্টের খবর পেয়ে এখানে ছুটে এলাম,” বলেন সবিতা দাশ।
চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার উপজেলার কেঁউচিয়া ইউনিয়নে খালেকের দোকান এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দুজনের মধ্যে আরিফ হোসেনের (২৩) বাড়ি পাইনবাবগঞ্জে; আর মনমত বৈরাগীর (৩৩) বাড়ি বরিশালে।
আরিফ ও বৈরাগী দুজন আরএফএল গ্রুপের দুটি কোম্পানিতে চাকরি করতেন বলে পুলিশ জানতে পেরেছে।
হাইওয়ে পুলিশ দোহাজারি থানার ওসি মো. ইরফান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আরিফ ও বৈরিগী মোটরসাইকেলে করে লোহাগাড়ার দিকে যাচ্ছিলেন। একইপথে থাকা একটি পিকআপ ভ্যান পাশ থেকে ধাক্কা দিলে তারা দুজনে রাস্তার পাশে ছিটকে পড়েন।“
আরিফ ও বৈরাগীকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।