বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলে।
Published : 16 Nov 2023, 12:36 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আধাবেলা হরতালে চট্টগ্রামে কয়েকটি স্থানে মিছিলে ‘বাধা দিয়েছে’ পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ হরতাল চলে। হরতালের সমর্থনে সকালে নগরীতে মিছিল বের করে জোটের শরীক দলগুলো।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীরের অভিযোগ, নির্দিষ্ট স্থানে সমাবেশ করার নিয়মের দোহাই দিয়ে বিভিন্ন স্থানে পুলিশ তাদের মিছিলে বাধা দিয়েছে।
দলের সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হরতালের সমর্থনে আমরা সকাল ৬টা থেকে রাজপথে ছিলাম। সকালেই নিউ মার্কেট মোড়ে আমাদের বাধা দেওয়া হয়েছে।
“সেখান থেকে কোতোয়ালি মোড়ে গেলেও বাধা দেয়। এরপর আন্দরকিল্লা জামে মসজিদ এলাকায় আমাদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ। আমরা তাদের বলি, শান্তিপূর্ণ মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমরা কোনো জান-মালের ক্ষতি করছি না। এসব বলার পর পুলিশ সরে যায়।”
তবে সিপিবির এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) অতনু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাদের অভিযোগগুলো বিচ্ছিন্ন। তারা শান্তিপূর্ণভাবে ছোট ছোট করে বিভিন্ন স্থানে সমাবেশ করেছে।
“সকাল ৬টা থেকে তারা শাহ আমানত মার্কেটের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্থানে ছোট ছোট সমাবেশ করেছে। তাদের কোথাও বাধা দেয়নি পুলিশ।”
আগামী ৭ জানুয়ারি ভোটের তারিখ রেখে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ওই তফসিল প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার আধাবেলার এই হরতাল ডাকে দিয়েছে বাম গণতান্ত্রিক জোট৷ এছাড়া বিএনপির ডাকে বুধবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ চলছে।
তবে হরতাল-অবরোধের খুব বেশি প্রভাব বন্দর নগরীর যানবাহন চলাচলে দেখা যায়নি। সকাল থেকে গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনও চলতে দেখা গেছে প্রায় স্বাভাবিকভাবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণি কার্যক্রম স্বাভাবিক চলেছে। তবে শাহ আমানত সেতু, দামপাড়া, একে খান, অলঙ্কার, কদমতলী এলাকা থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।
মহাসড়কে আন্তঃজেলা বাস চলাচল না করলেও অভ্যন্তরীণ গণ পরিবহন চলাচল স্বাভাবিক। পাশাপাশি পণ্যবাহী ট্রাক, কভার্ড ভ্যান, লরিও চলাচল করছে।
অবরোধের মধ্যে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন আছে। দলের কোনো নেতাকর্মীকে দলীয় কার্যালয়ের আশেপাশে দেখা যায়নি। তবে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।