Published : 13 Dec 2022, 08:37 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে রড প্রস্তুতকারক এক কোম্পানির কারখানায় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জের বিএসআরএম কারাখানায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত সোকের আহমদ (৩২) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সুরুজ আলীর ছেলে।
কারখানায় তিনি কাটারম্যান হিসেবে কর্মরত ছিলেন; একটি ঠিকাদারি কোম্পানির সরবরাহকারী ছিলেন তিনি।
জোরারগঞ্জ থানার ওসি জাকির হোসেন বলেন, সকালে বিএসআরএমের ওই কারখানায় স্ক্র্যাপ লোহা কাটার সময় বিস্ফোরণ হলে গুরুতর আহত হন সোকের। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।