লোহার এমএম প্লেটে ছবিগুলো এঁকেছেন শিল্পী প্রণব সরকার।
Published : 14 Oct 2023, 04:33 PM
সংগীতজ্ঞ, চলচ্চিত্রকার, অভিনয়শিল্পী, ক্রীড়াবিদ- কে নেই সেখানে; চট্টগ্রাম নগরীর জামালখানে সড়কের পাশে এখন শোভা পাচ্ছে তাদের ছবি। দেশবরণ্য ৫৬ জনের ছবি সম্বলিত এই ডকুপেইন্ট ‘কিংবদন্তি’ উদ্বোধন হল মঙ্গলবার।
নতুন প্রজন্মকে দেশের খ্যাতিমান ব্যক্তিদের সঙ্গে পরিচিত করাতে এই উদ্যোগ নিয়েছেন জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন। তার সহযোগিতায় লোহার এমএম প্লেটে ছবিগুলো এঁকেছেন শিল্পী প্রণব সরকার।
সংগীত সাধক আলাউদ্দিন আলী, শাহ আবদুল করিমের সঙ্গে আজম খান, প্রবাল চৌধুরী, আবদুল জব্বার, আবদুল আলীম, ফিরোজা বেগম, শেফালী ঘোষ, শ্যাম সুন্দর বৈষ্ণব, আবদুর গফুর হালী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, শাহনাজ রহমতুল্লাহ, ফেরদৌস ওয়াহিদ, পিলু মমতাজ, তপন চৌধুরী, সুবীর নন্দী, এন্ড্রু কিশোর, ফরিদা ইয়াসমিন, আহমদ ইমতিয়াজ বুলবুল, আইয়ুব বাচ্চু ও কুমার বিশ্বজিতের ছবি আঁকা হয়েছে ‘কিংবদন্তি’তে।
পাশাপাশি রয়েছে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ, জাদুশিল্পী জুয়েল আইচ, চলচ্চিত্রকার জহির রায়হান, গাজী মাজহারুল আনোয়ার, সত্য সাহা, সুভাষ দত্ত, খান আতাউর রহমানের ছবি।
ক্রীড়া সংগঠক শেখ কামালের সঙ্গে রয়েছেন কাজী সালাউদ্দিন, শেখ মোহাম্মদ আসলাম, সত্যজিত দাশ রুপু, বাদল রায়, মোনেম মুন্না, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, মিনহাজুল আবেদীন নান্নু, গাজী আশরাফ হোসেন লিপু, হাবিবুল বাশার সুমন, মোহম্মদ রফিকের ছবি।
চলচ্চিত্র জগতের নায়করাজ রাজ্জাকের সঙ্গে রয়েছে আনোয়ার হোসেন, আসাদুজ্জামান নূর, সালমান শাহ, ববিতা, শাবানা, হুমায়ন ফরিদী, কবরী, আলমগীর, জাফর ইকবাল, ফারুক ও সোহেল রানার ছবি।
‘কিংবদন্তি’ উদ্বোধন করে চট্টগ্রাম সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন, “সৌন্দর্য বর্ধনের মাধ্যমে নান্দনিক চট্টগাম গড়ার জন্য কাজ করছি। সরকারি যে কোনো সংস্থা জনস্বার্থে তাদের উপযুক্ত পরিত্যক্ত ভূমি দিলে চট্টগ্রাম সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে সৌন্দর্য বর্ধন করে দিবে। আমি চাই পরিত্যক্ত সরকারি ভূমিগুলোতে পার্ক, খেলার মাঠ, ওয়াকওয়ে গড়ে তোলার মাধ্যমে সুস্থ বিনোদনের জন্য জনপরিসরের বিকাশ ঘটাতে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর নূর মোস্তফা টিনু, নারী কাউন্সিলর রুমকি সেনগুপ্ত, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আবুল খায়ের, নির্বাহী প্রকৌশলী আবু ছিদ্দিক।
প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ৩ অক্টোবর ২০২৩ তারিখে: