“সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে,” বলেন তিনি।
Published : 10 Feb 2024, 03:46 PM
বিশ্ব নেতাদের সঙ্গে সেলফি তুলে লাভ হবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।
তার অভিযোগ, “সরকারের হতাশাগ্রস্ত আধমরা মন্ত্রীরা ব্যর্থতার দায় স্বীকার না করে, উল্টো বিএনপির উপর দোষ চাপাচ্ছে। তারা সবদিকে ব্যর্থ হয়ে মিথ্যার আশ্রয় নিয়েছে। কারণ নিজেরাই হচ্ছে ভোটারবিহীন একটি সরকার।”
শনিবার নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের মাঠে মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি আরও বলেন, “আওয়ামী লীগ এখন দিল্লিতে গিয়ে বিশ্ব নেতাদের সাথে সেলফি তুলছে। কিন্তু এসব ধানাই-পানাই করে লাভ হবে না। এই সরকারকে বিদায় নিতে হবেই।”
শাহাদাত বলেন, “জনমতের প্রতি বৃদ্ধাঙুলি প্রদর্শন করে সরকার পুনরায় ক্ষমতায় যেতে নিজেদের অধীনে নির্বাচন দিতে চায়। সরকারের একগুয়েমির কারণে দেশ অনিবার্য সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। সংঘাত এড়াতে সরকারকে দ্রুত পদত্যাগের ঘোষণা দিতে হবে।”
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)