"বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাঁচা বসত ঘরটিতে আগুনের সূত্রপাত হয়।”
Published : 28 Feb 2025, 12:08 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে বসতঘরে লাগা আগুনে পুড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের দাঁড়ালিয়া পাড়ায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় ৭০ বছর বয়সী আবুল হোসেন মারা গেছেন।
ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাঁচা বসত ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পর ওই বাড়ির একটি কক্ষ থেকে আবুল হোসেনের স্ত্রী বেরিয়ে আসতে পারলেও অন্য কক্ষে থাকা ঘুমন্ত আবুল হোসেন বের হতে পারেননি।"
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আবুল হোসেনের মৃতদেহ উদ্ধার করে।
পরিবারের আর সবাই নিরাপদ আছে জানিয়ে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেছেন, আগুনে দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সাইদুল ইসলাম জানিয়েছেন, আবুল হোসেনের মরদেহ প্রথমে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারপর সুরতহাল শেষে মরদেহ পুলিশের হাতে তুলে দিয়েছে পুলিশ।