দরজার কব্জায় সোনা এনে ধরা দুবাইফেরত যাত্রী

সোনার দণ্ডগুলো এমনভাবে রাখা ছিল, যাতে সেগুলো কব্জার অংশ মনে হয়।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2023, 08:50 AM
Updated : 4 June 2023, 08:50 AM

দরজার কব্জায় লুকিয়ে এক কেজি সোনাসহ দেশে নামার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন দুবাই ফেরত এক ব্যক্তি।

গ্রেপ্তার আব্দুল করিম সজনের বাড়ি ফেনীর পরশুরামে। ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে রোববার সকাল ৮টা ২০ মিনিটে তিনি শাহ আমানতে নামেন।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফের ডটকমকে বলেন, “ব্যাগ স্ক্যানিংয়ের সময় করিমের লাগেজে দরজার কব্জা দেখে সন্দেহ হয়। পরে লাগেজ থেকে সেগুলো বের করে সোনা উদ্ধার করা হয়।”

তিনি জানান, কবজার মাঝ বরাবার লোহার বদলে রঙ করা সোনার দণ্ড ছিল। এরকম ১২টি কব্জার পাশাপাশি সোনার একটি বার এবং চুরি সদৃশ সোনা উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে।