যাত্রীবাহী নৌকাটি বোয়ালখালীর দিক থেকে চট্টগ্রাম শহরে আসার পথে ফেরির সঙ্গে ধাক্কা খায়।
Published : 22 Jun 2024, 08:50 PM
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী নৌকা উল্টে একজন নিখোঁজ হয়েছেন।
শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালুরঘাট সেতু সংলগ্ন ফেরি ঘাটের কাছে নৌকাটি উল্টে যায় বলে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন জানান।
নিখোঁজ আশরাফ উদ্দিন কাজল (৫৩) বোয়ালখালী উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক। নুর কাদের (৩৮) নামে আরেকজন নদীতে পড়লেও স্থানীয়দের সহায়তায় তীরে ওঠেন।
বাহার উদ্দিন বলেন, যাত্রীবাহী নৌকাটি বোয়ালখালীর দিক থেকে শহরের দিকে আসছিল। কালুরঘাট ফেরি ঘাটে একটি ফেরির সঙ্গে ধাক্কা লাগলে সেটি উল্টে যায়।
নিখোঁজ কাজলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে জানান তিনি।
বোয়ালখালী উপজেলার সঙ্গে চট্টগ্রাম শহরের সংযোগ তৈরি করা কালুরঘাট রেল ও সড়ক সেতুটি সংস্কারের জন্য গত বছরের ১ অগাস্ট থেকে বন্ধ রয়েছে। ওই সময় থেকে যাত্রী ও যানবাহন পারাপারে কর্ণফুলীতে ফেরি চালু হয়।