পলাতক মানিক বছর কয়েক আগে মামাত বোনকে বিয়ে করেছিলেন।
Published : 09 Mar 2025, 03:23 PM
চট্টগ্রামে ‘পারিবারিক কলহের’ জেরে এক জামাতা তার শ্বাশুড়িকে পিটিয়ে খুন করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার সকালে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের ওষখাইন গ্রামে এ ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী রশিদা বেগমকে হত্যার পর থেকে জামাতা হেলাল উদ্দিন মানিক পলাতক রয়েছেন।
আনোয়ারা থানার ওসি মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পারিবারিক কলহের জেরে মানিক সকালে তার শ্বাশুড়ি রশিদাকে গাছের ব্যাটান দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।”
স্থানীয়রা জানান, মানিক সম্পর্কে রশিদার ভাগিনা। বছর কয়েক আগে তার মেয়েকে বিয়ে করেন মানিক এবং প্রায় সময় শ্বশুরবাড়িতে থাকতেন। রোববার সকালে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মানিকের। স্ত্রী কর্মস্থলে যাওয়ার পর তিনি শ্বাশুড়ির সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান। একপর্যায়ে মানিক কাঠ দিয়ে তার শ্বাশুড়ির মাথায় আঘাত করেন।