শুক্রবার রাতে আউটার রিং রোডে পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর কাছ থেকে ওয়াকিটকি, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
Published : 02 Mar 2025, 05:52 PM
চট্টগ্রামে পুলিশ কর্মকর্তাকে মারধর করে মোবাইল ও মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর পাঁচলাইশ এলাকা থেকে রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এ নিয়ে এ ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।
গ্রেপ্তাররা হলেন- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রামাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)।
শুক্রবার রাতে আউটার রিং রোডে পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলীর কাছ থেকে ওয়াকিটকি, মানিব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।
এসময় স্থানীয়রা সাইমন (২৭) ও আলী ইমাদ ওরফে তাফসির ইমাদ (২২) নামের দুজনকে আটকে গণধোলাই দিয়ে পুলিশে ধরিয়ে দেয়।
শনিবার চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, “আউটার রিং রোডের পাশে একটু নিচে মাদকসেবীরা মাদক সেবন করছে এমন সংবাদ জানিয়ে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ ফোন আসে।
“ওই সংবাদের ভিত্তিতে ফোর্সসহ এসআই ইউসুফ আলী সেখানে গিয়েছিলেন। সড়কের বিপরীত পাশে হওয়ায় গাড়িসহ অন্য সদস্যরা ইউটার্ন নিয়ে আসতে গেলে তিনি সড়ক থেকে নেমে লোকালয়ের দিকে গিয়েছিলেন।”
পুলিশ কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, “তখন এসআই ইউসুফ আলীকে একা পেয়ে মাদকসেবীরা তাকে ভুয়া পুলিশ আখ্যায়িত করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাল রংয়ের একটি চেয়ার বসিয়ে এসআই ইউসুফ আলীকে ভুয়া পুলিশ বলতে বলতে একজন হাত চেপে, একজন চুল টেনে ধরে রাখে এবং কয়েকজন তার গায়ের পোশাক খুলে নেওয়ার চেষ্টা করে।
ওই সময় তিনি নিজেকে পতেঙ্গা থানার এসআই পরিচয় দিতে থাকেন এবং মোবাইল, মানিব্যাগ না নেওয়ার অনুরোধ করেন।