এ ঘটনায় পুলিশ তার এক সহকর্মীকে আটক করেছে।
Published : 10 Jun 2024, 09:01 PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নদী থেকে গলায় রশি বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার উপজেলার হাইলধর ইউনিয়নের হাজী দৌলত মাজার এলাকায় শঙ্খ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি আবুল বাশার (৪৫) নামের এক ব্যক্তির।
টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় তার বাড়ি হলেও হাইলধর এলাকায় স্থানীয় এক গরুর খামারে কাজ করতেন তিনি।
এ ঘটনায় পুলিশ মো. ইসমাইল (৪০) নামের তার এক সহকর্মীকে আটক করেছে। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়।
আনোয়ারা থানার ওসি সোহেল আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে গলায় রশি বাঁধা অবস্থায় বাশারের লাশটি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।