চট্টগ্রাম নগরীতে শনিবার রাতে একটি বাস ও একটি পিকাপ ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
চান্দগাঁও আবাসিক এলাকার সামনে পোশাক শ্রমিক বহনকারী বাসে এবং কর্ণফুলী উপজেলার মইজ্জ্যার টেক এলাকায় পিকাপে আগুন লাগার ঘটনা ঘটে।
চান্দগাঁও এলাকার ঘটনাকে যান্ত্রিক ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের কথা ফায়ার সার্ভিস বললেও পুলিশ বলছে, ঘটনাটি ‘নাশকতা' কি না সেটি তারা তদন্ত করছেন। আর মইজ্জ্যার টেক এলাকায় যান্ত্রিক ত্রুটি থেকেই পিকাপে আগুন লাগে বলে পুলিশের ভাষ্য।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাসটি পোশাক শ্রমিক নিয়ে কালুরঘাট বিসিক থেকে আগ্রাবাদ যাচ্ছিল। চান্দগাঁও আবাসিক এলাকার মুখে বাসটির বাম পাশের পেছনের চাকা নষ্ট হয়ে যায়।
এ সময় বাস থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে চালক চাকা ঠিক করছিল। আর সহকারীকে মেকানিক ডাকতে পাঠিয়েছিল চালক।
চালকের বরাত দিয়ে ওসি বলেন, বাসে কাজ করার সময় চালক বাসের ভেতর থেকে আগুন দেখতে পান। পরে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়।
পুলিশ কর্মকর্তা জাহিদুল বলেন, ফায়ার সার্ভিস আগুন নেভানোর পর জানিয়েছে, বাসের পছনের গ্যাস সিলিন্ডার ও ব্যাটারি সংযোগের তারে তারা ফুটো দেখেছেন। সেখান থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলেছে।
“ইতোমধ্যে আমরা আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ শুরু করেছি। দুর্বৃত্তরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে কি না, সেটা খতিয়ে দেখছি।”
সন্ধ্যায় শাহ আমানত সেতু সংলগ্ন কর্ণফুলী মইজ্জ্যার টেক এলাকায় একটি পিকাপে আগুন লাগার ঘটনা ঘটে।
কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকাপটির ইঞ্জিনে ‘ওভারহিট' থেকে আগুন লেগেছে।
"চালক ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখে পিকাপটি থামিয়ে নেমে পড়ে। এ সময় আগুন লেগে যায় পুরো গাড়িতে।"
পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায় বলে জানান ওসি জহির।