রাত ২টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার পর ডানদিকের রেলিং ভেঙে গাড়িটি নদীতে পড়ে যায়।
Published : 08 Sep 2024, 02:30 PM
চট্টগ্রামের কালুরঘাট সেতুর রেলিং ভেঙে একটি চাঁদের গাড়ি কর্ণফুলী নদীতে পড়ে গেছে।
সদরঘাট নৌ পুলিশের ওসি মো. একরাম উল্লাহ জানান, রোববার রাত ২টার দিকে কালুরঘাট সেতুতে ওঠার পর ডানদিকের রেলিং ভেঙে গাড়িটি নদীতে পড়ে যায়।
পরে স্থানীয়দের সহযোগিতা নিয়ে ওই গাড়ির দুই আরোহীকে নদী থেকে উদ্ধার করা হয়। তবে গাড়িটি উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা এখনো কাজ করছেন।
ওসি একরাম উল্লাহ বলেন, “রাতে কালুরঘাট সেতুর কার্পেটিংয়ে কাজ চলছিল। নিয়ম না মেনে জিপটি দ্রুত গতিতে সেতুতে উঠে পড়ে এবং দুর্ঘটনা ঘটে।“
বোয়ালখালী থানার ওসি আহসাব উদ্দিন বলেন, “খুব সম্ভবত চালক ওইসময় চোখে ঘুম নিয়ে গাড়ি চালাচ্ছিলেন, সে কারণে ব্রিজে ওঠার পের রেলিং ভেঙে গাড়ি নদীতে পড়ে যায়।”
শত বছরের পুরনো কালুরঘাট রেল ও সড়ক সেতুর সংস্কার কাজ এখনো পুরোপুরি শেষ না হলেও গত মাসের প্রথম সপ্তাহ থেকে বিভিন্ন যানবাহন অনুমতি ছাড়াই সেতু দিয়ে চলাচল করছে।