দুপুরে কয়েকটি অটোরিকশায় করে দুর্বৃত্তরা গাজী পাড়ায় গিয়ে ইব্রাহীমের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
Published : 22 Apr 2025, 05:20 PM
চট্টগ্রামের রাউজানে বিএনপিকর্মীকে হত্যার তিন দিনের মধ্যে এক যুবদলকর্মী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
মঙ্গলবার রাউজান সদর ইউনিয়নের পূর্ব রাউজান ৮ নম্বর ওয়ার্ডের গাজী পাড়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত যুবদলকর্মীর নাম মো. ইব্রাহীম (৩০)।
স্থানীয়দের বরাতে রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, “দুপুরে কয়েকটি অটোরিকশায় করে দুর্বৃত্তরা গাজী পাড়ায় গিয়ে ইব্রাহীমের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
“এসময় দুর্বৃত্তরা আরও কিছু ফাঁকা গুলি ছুড়লে একজন আহত হয়েছে।”
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান ওসি।
তিনি বলেন, নিহত ইব্রাহীম এক সময় ছাত্রদলের রাজনীতি করতেন; পরে যুবদল করতেন।
এর আগে গত শনিবার গভীর রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীবউল্লাহ শাহ পাড়ায় ঘরে ঢুকে মানিক আব্দুল্লাহ নামের এক বিএনপি কর্মীকে মুখে ও পায়ে গুলি করে খুন করা হয়।
আরও পড়ুন