নিহতরা সবাই মিনিবাসের যাত্রী।
Published : 31 Mar 2025, 09:08 AM
চট্টগ্রামের লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত ছয় জন।
সোমবার ঈদুল ফিতরের সকালে লোহাগাড়া উপজেলার জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহতরা হলেন- লোহাগাড়া উপজেলার পদুয়া আঁধার মানিক এলাকার বাসিন্দা মো. আরাফাত (২১), মো. রিফাত (১৯), পদুয়া ছগিরা পাড়ার মো. নিজাম (২৮), সুখছড়ি মৌলভী পাড়ার জিসান হোসেন অপু (৩০) ও সাতকানিয়া উপজেলার সতীপাড়ার বাসিন্দা সিদ্দিক আহমদ (১৪)।
দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মনজুর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিকে থেকে আসা একটি মিনিবাসের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।”
ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় জানান পুলিশের এই কর্মকর্তা।
ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা লোহাগাড়া ফায়ার স্টেশনের লিডার রাখাল চন্দ্র রুদ্র বলেন, সৌদিয়া পরিবহনের বাসটি কক্সবাজারগামী, আর মিনিবাসটি কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল।
নিহতরা সবাই মিনিবাসের যাত্রী বলে জানান তিনি।