হালদায় আরেকটি মৃত ডলফিন
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2021 09:17 PM BdST Updated: 27 Dec 2021 09:17 PM BdST
চট্টগ্রামের হালদা নদীর দক্ষিণ মাদার্শা আকবরিয়া এলাকায় একটি মৃত ডলফিনের সন্ধান মিলেছে।
সোমবার সকালে স্থানীয়রা নদীতে ডলফিনটি ভাসতে থেকে। খবর পেয়ে বিকালে নৌ পুলিশ, হাটহাজারী উপজেলা প্রশাসন এবং বেসরকারি সংস্থা আইডিএফকর্মীরা গিয়ে ডলফিনটির মরদেহ উদ্ধার করে।
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডলফিনটি বেশ কয়েকদিন আগে মারা গেছে বলে মনে হয়। দেহ পচে যাওয়ায় শরীরে আঘাত ছিল কি না, তা জানা যায়নি। নদীর পাড়ে রাম দাস মুন্সির হাট এলাকায় সেটি মাটিচাপা দেওয়া হয়েছে।”
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণীবিদ্যা বিভোগের অধ্যাপক ও হালদা রির্সাচ কেন্দ্রের সমন্বয়ক মনজুরুল কিবরীয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি হালদায় মৃত ৩৩তম ডলফিন। এটির দৈর্ঘ্য ৩ ফুট এবং ওজন প্রায় ১৫ কেজি।”
শরীর পচে যাওয়ার ডলফিনটির মৃত্যুর কারণ উদঘাটন সম্ভব হয়নি বলে জানান তিনি।
এ নিয়ে গত পাঁচ মাসে হালদা ও কর্ণফুলী নদী এবং সংলগ্ন শাখা খালে সাতটি মৃত ডলফিনের সন্ধান মিলল।
২৪ অক্টোবর হালদা নদীর আকবরিয়া এলাকায় সবশেষ মৃত ডলফিনটির সন্ধান মেলে। ৫ ফুট দৈর্ঘ্যের ওই ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন ছিল।
এর আগে ৪ অক্টোবর হালদা নদীর রামদাস মুন্সীর হাট এলাকায় আরেকটি মৃত ডলফিন মিলেছিল। তবে সেটিও পঁচে যাওয়ায় মৃত্যুর কারণ জানা যায়নি।
২০১৭ সালের সেপ্টেম্বর থেকে হালদায় ৩৩টি এবং কর্ণফুলীতে ২টি মৃত ডলফিনের সন্ধান মিলেছে।
হালদায় আরেকটি ডলফিনের মৃত্যু, কারণ অনুসন্ধানের পরামর্শ
এর আগে ২০১৭ সালের নভেম্বর-ডিসেম্বর এবং ২০১৮ সালের জানুয়ারিতে হালদায় ও শাখা খালে মারা যায় মোট ১৬টি ডলফিন। এরমধ্যে বেশিরভাগের শরীরে আঘাতের চিহ্ন মিলেছিল। সেসময় নদীতে চলাচলকারী বালু উত্তোলনকারী ড্রেজারের আঘাতে ডলফিন মারা পড়ছিল বলে জানিয়েছিল সংশ্লিষ্টরা।
আগের মত বালুবাহী ড্রেজার না চললেও হালদায় মা মাছ শিকারের জন্য জাল পাতা হয় নিয়মিত। পাশাপাশি নদীর তীর রক্ষায় বসানো ব্লকে এবং নদীতে চলাচলকারী নৌযানের সাথে ধাক্কা খেয়েও ডলফিন মরতে পারে বলে ধারণা সংশ্লিষ্টদের।
সোমবার সন্ধ্যায় হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হালদায় এখনও অভিযান চলছে। বালু উত্তোলনকারী নৌকা ও বেশ কিছু মেশিন জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানাব।”
ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) গাঙ্গেয় ডলফিনকে বিপন্ন হিসেবে লাল তালিকায় রেখেছে। ২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুসারে এই প্রজাতিটি সংরক্ষিত।
এই প্রজাতির ডলফিন বাংলাদেশ, ভারত ও নেপালের নদীতে দেখা যায়। এরমধ্যে ভারতের গঙ্গা ও ব্রহ্মপুত্র, বাংলাদেশের পদ্মা, সুন্দরবনের আশেপাশের নদী এবং চট্টগ্রামের হালদা ও কর্ণফুলী এর বিচরণ ক্ষেত্র।
ডলফিনের চোখ নেই। মূলত ইকো সাউন্ড দিয়ে এরা চলাফেরা ও খাবার সন্ধান করে। এদের শরীরের গঠনও নরম প্রকৃতির।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির কো-অর্ডিনেটর মনজুরুল কিবরিয়া জানান, ২০২০ সালে জরিপ চালিয়ে হালদায় ১২৭টির মতো ডলফিনের উপস্থিতি মিলেছে।
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রাম নগর আওয়ামী লীগ: নতুনরা থাকবে ‘অবজারভেশনে’
-
বিএমডব্লিউ, মার্সিডিজসহ ১০৮ গাড়ি নিলামে উঠছে
-
মীরসরাইয়ে স্থানীয়দের হামলায় র্যাবের ২ সদস্য আহত
-
পদ্মা সেতু হওয়ায় বিএনপির বুকে ‘বড় জ্বালা’: কাদের
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- দেখিয়ে দিতে চান আজার