চট্টগ্রামে সেই খালের পাড়ে দেয়াল, তবুও সিসিসি-সিডিএ ঠেলাঠেলি
চট্টগ্রাম ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2021 09:35 PM BdST Updated: 01 Oct 2021 09:35 PM BdST
-
চট্টগ্রামের আগ্রাবাদে নবী টাওয়ার সংলগ্ন নাছির ছড়া খালে পা পিছলে পড়ে গিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার রাতে খালের খোলা অংশটি দেয়াল দিয়ে ঘিরে দেওয়া হয়।
-
-
চট্টগ্রামে খালে পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহতের তিন দিন পর সেই খালের ওপর ফুটপাতের খোলা অংশে দেয়াল উঠেছে।
বৃহস্পতিবার গভীর রাতে দেয়ালটি নির্মাণ করা হয়। তবে এটি কারা নির্মাণ করেছে, তা নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ-সিডিএ ও চট্টগ্রাম সিটি করপোরেশন- সিসিসি দায়িত্ব নিচ্ছে না।
সিসিসি’র দাবি তাদের অনুরোধে সিডিএ এই দেয়াল নির্মাণ করেছে। আর সিডিএ’র দাবি তারা নয় বরং সিটি করপোরেশনই খালের মুখে এটি তৈরি করেছে।
সিসিসি’র নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা অনুরোধ করেছি। বলেছি আপনারা এটা করেননি কেন? এটা থাকলে তো দুর্ঘটনা হত না। তারা গত রাতে করে দিয়েছে।”
নালার মুখ বন্ধে ট্রাকভরতি ঢাকনি নিয়ে মেয়রের কাছে মনজুর
দুর্ঘটনায় প্রাণহানি: সেবাসংস্থার সমন্বয়ে ‘নেতৃত্ব’ চান চট্টগ্রামের মেয়র
চট্টগ্রামে নালায় পড়ে মৃত্যু: দায় কার?
এবার চট্টগ্রামে নালায় পড়ে ছাত্রী নিখোঁজ
সিডিএ’র এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের পরিচালক নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার জানা মতে, আমরা সেখানে কোনো দেয়াল তৈরি করিনি। ওটা সিটি করপোরেশন করেছে।”
সোমবার রাতে নগরীর আগ্রাবাদ এলাকায় নবী টাওয়ার সংলগ্ন ফুটপাত ধরে নানা ও মামার সঙ্গে হেঁটে যাওয়ার সময় নাছির ছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় ছাত্রী সেহেরীন মাহবুব সাদিয়া (১৯)।

খালের ওপরে ও পাশে ফুটপাতের ওই অংশটুকু সরু ছিল এবং বেঁড়া বা অন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না। ওই রাতে টিপটিপ বৃষ্টি হওয়ায় পা পিছলে সরাসরি আবর্জনাভর্তি খালে পড়ে যান সাদিয়া।
এর আগে ২৫ অগাস্ট নগরীর মুরাদপুর মোড়ে জলাবদ্ধতার মধ্যে চশমা খালে পড়ে গিয়ে নিখোঁজ হন সবজি ব্যবসায়ী সালেহ আহমেদ। এখনও তার কোনো খোঁজ মেলেনি।
গত তিন মাসে নগরীর খাল-নালায় পড়ে চার জনের মৃত্যু হয়েছে। একের পর এক এসব ঘটনায় নগরীজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়। উন্মুক্ত খাল-নালায় পড়ে পথচারীর মৃত্যু নিয়ে তীব্র সমালোচনা হয় সব মহলে।
সাদিয়ার মৃত্যুর পরও আগের মতই এই ঘটনার দায় নিতে রাজি হয়নি কোনো সরকারি সেবা সংস্থা।
সিসিসি ও সিডিএ একে অন্যকে দোষারোপ করে এসব ঘটনায়। সিটি করপোরেশেনের দাবি এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ করছে সিডিএ। সেখানকার সড়ক সম্প্রসারণ, ড্রেন ও ফুটপাত তৈরি কাজও তারাই করছে। তাই ঘটনাস্থলে নালার উপর স্ল্যাব না থাকার দায় সিডিএ’র।

সাদিয়ার মৃত্যুর পরদিন মঙ্গলবার সকালে নাছির ছড়া খালের ফুটপাতের ওই অংশে কাঠ ও বাঁশ দিয়ে অস্থায়ী প্রতিবন্ধকতা দিয়েছিল সিটি করপোরেশন।
কর্তৃপক্ষ এখন বলছে, চট্টগ্রামে খালের পাড়ে বেড়া হবে, নালার ওপর স্ল্যাব
চট্টগ্রামে অটোরিকশা ড্রেনে পড়ে চালক ও যাত্রী নিহত
বিয়ের অনুষ্ঠানে এসে নালায় পড়ে প্রাণ গেল বৃদ্ধের
এরমধ্যে বৃহস্পতিবার প্রায় একশ স্ল্যাব সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে দিয়ে আসেন সাবেক মেয়র এম মনজুর আলম। জরুরিভিত্তিতে খোলা নালা ঢাকার ব্যবস্থা করার আহ্বানও জানান তিনি।
নগরী জুড়ে বিভিন্ন স্থানে উন্মুক্ত নালার বিষয়ে জানতে চাইলে সিসিসি’র নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ বলেন, “অন্যান্য স্থানে আমাদের যেসব স্ল্যাব ভাঙা আছে সেগুলো প্রতিস্থাপনের কাজ আগে থেকেই শুরু হয়েছে। দুর্ঘটনার পর আরও জোরোলাভাবে করা হচ্ছে।
“যেসব জায়গায় দ্রুত স্ল্যাব বসানো যাচ্ছে না সেখানে যে কোনো কিছু দিয়ে প্রটেকশন দিয়ে রাখছি। যাতে লোকজন পড়ে না যায়।”
-
জলাবদ্ধতা: সিসিসি ‘বিপদ’ দেখছে, সিডিএ দিচ্ছে আশা
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাব পেটানোর ঘটনায় গ্রেপ্তার ১৩
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
চট্টগ্রামে বাসে ধর্ষণচেষ্টা: চালক ও সহকারী গ্রেপ্তার
-
মিরসরাইয়ে রাজমিস্ত্রীকে কুপিয়ে হত্যা
-
চট্টগ্রামে জলাবদ্ধতা: খালের বাঁধে বিপদ দেখছে সিসিসি, সিডিএ দিচ্ছে আশা
-
পদ্মা সেতুতে ‘বাড়তি ব্যয়’ দেখানোর দাবি আমীর খসরুর
-
ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ
-
চট্টগ্রামে ‘ডাকাত আখ্যা দিয়ে’ র্যাবকে পেটানোর ঘটনায় ১৩ জন গ্রেপ্তার
-
সোডা অ্যাশের ঘোষণা দিয়ে ঘন চিনি আমদানি
-
‘স্বর্গ পেতে’ বন্ধুকে হত্যা, চট্টগ্রামে একজনের মৃত্যুদণ্ড
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ