এএসআইকে চাপা দেওয়া মাইক্রোবাসের চালক গ্রেপ্তার

এক সপ্তাহ আগে এক এএসআইকে চাপা দেওয়া 'চোলাই মদ' বহনকারী মাইক্রোবাসের চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 June 2021, 06:33 PM
Updated : 18 June 2021, 06:33 PM

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর থেকে নগর পুলিশের বিভিন্ন দল নগরীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছিল।

“শুক্রবার গাড়ি চাপা দেওয়ার মূলহোতা চালককে গ্রেপ্তার করা হয়েছে।”

শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে জানানো হবে বলে জানান তিনি।

এএসআই কাজী মো. সালাউদ্দিন (ফাইল ছবি)

গত শুক্রবার ভোরে চান্দগাঁও থানার মেহেরাজ চৌধুরী ঘাটা এলাকায় এএসআই কাজী মো. সালাউদ্দিনকে চাপা দদেয় একটি মাইক্রোবাস।

টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন সংকেত দিলেও মাইক্রোবাসটি না থামিয়ে চালক তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। গুরুতর আহত সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে প্রায় এক কিলোমিটার দূরে চান্দগাঁও বোর্ড স্কুল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে পুলিশ।

মাইক্রোবাস তল্লাশি করে ৭৩০ লিটার চোলাইমদ উদ্ধার করার দাবি করেছে পুলিশ।