সংকেতে না থেমে এএসআইকে পিষে দিয়ে গেল মাইক্রোবাস

চট্টগ্রামে মাইক্রোবাসের চাপায় পুলিশের একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2021, 05:27 AM
Updated : 11 June 2021, 10:01 AM

শুক্রবার ভোরে নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা এলাকায় ওই ঘটনায় আহত হয়েছেন এক কনস্টেবল।

কাজী মো. সালাউদ্দিন নামের ওই এসএসআই চান্দগাঁও থানায় কর্মরত ছিলেন।

চোলাই মদ পরিবহন করা হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে ওই মাইক্রোবাসটিকে থামার সংকেত দিলেও সেটি না থেমে এএসআই সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায় বলে জানিয়েছেন চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “টহল ডিউটিতে থাকা সালাউদ্দিন ভোর পাঁচটার দিকে মেহরাজ খান চৌধুরী ঘাটা এলাকায় শহরের দিকে আসা একটি হাইয়েস মাইক্রোবাসকে থামার সংকেত দিয়েছিলেন।

“কিন্তু মাইক্রোবাসটি না থেমে সামনে দাঁড়িয়ে থাকা সালাউদ্দিনকে চাপা দিয়ে পালিয়ে যায়, পরে পুলিশ ধাওয়া করে চান্দগাঁও বোর্ড স্কুল সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় মাইক্রোবাসটি আটক করে।”

সালাউদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।

আহত কনস্টেবল মাসুমকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জব্দ করা মাইক্রোবাসটিতে ৭৩০ লিটার চোলাই মদ পাওয়া গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা রাজেশ বড়ুয়া।