কোভিড-১৯ চিকিৎসায় যুক্ত হল চমেক হাসপাতাল ও হলি ক্রিসেন্ট

করোনাভাইরাস আক্রান্তদের চিকিৎসায় চট্টগ্রামে আরও দুটি হাসপাতালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2020, 04:06 PM
Updated : 21 May 2020, 04:06 PM

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার কোভিড-১৯ ইউনিটে এবং হলি ক্রিসেন্ট হাসপাতালে এখন থেকে কোভিড-১৯ রোগীদের ভর্তি করা হবে।

বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন হাসপাতাল দুটিতে এই চিকিৎসা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।

চমেক হাসপাতালের কোভিড-১৯ ইউনিটে বৃহস্পতিবার রাত থেকেই রোগী ভর্তি করা হচ্ছে বলে জানান এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোভিড-১৯ ইউনিটে করোনাভাইরাসে আক্রান্তদের ভর্তি করানো হবে। প্রাথমিকভাবে ১০০ শয্যার করা হলেও ধীরে ধীরে শয্যা সংখ্যা বাড়ানো হবে। এতে আইসিইউ সুবিধাও থাকবে।”

চমেক হাসপাতালে আগে থেকে ফ্লু কর্নার থাকলেও কোভিড-১৯ রোগীদের জন্য বিশেষায়িত ব্যবস্থা ছিল না। বৃহস্পতিবার থেকে সেটি চালু হল।

তার সঙ্গে নগরীর খুলশী এলাকায় বেসরকারি হলি ক্রিসেন্ট হাসপাতালে ১০০ শয্যার করোনাভাইরাসের আইসোলেশন ইউনিট চালু হল।

চট্টগ্রাম জেনারেল হাসপাতাল। এই হাসপাতালের ইউনিট হিসেবে কাজ চলবে হলি ক্রিসেন্ট হাসপাতালে

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের করোনা ইউনিট-২ হিসেবে হলি ক্রিসেন্ট হাসপাতালের কার্যক্রম পরিচালনা হবে।

তিনি বলেন, “দ্রুতই চিকিৎসকদের পদায়নের মাধ্যমে সেখানে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করে রোগী ভর্তি করানো হবে।”

চট্টগ্রামে কোভিড-১৯ রোগী বেড়ে যাওয়ায় নতুন হাসপাতাল দুটি এই রোগীদের জন্য নির্দিষ্ট করা হল।

এতদিন চট্টগ্রামে করোনাভাইরাসের রোগীদের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফৌজদারহাটের বিআইটিআইডি এবং ফৌজদারহাটের ফিল্ড হাসপাতাল নির্দিষ্ট ছিল।

জেনারেল হাসপাতালে শয্যা রয়েছে দেড়শটি, এর বাইরে আইসিইউ শয্যা রয়েছে ১০টি। এছাড়া বিআইটআইডিতে শয্যা রয়েছে ১০টি। চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে রয়েছে ৬০ শয্যা।