“ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে,” অভিযোগ সমন্বয়ক তালাত মাহমুদ রাফির।
Published : 02 Dec 2024, 10:08 PM
ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে চট্টগ্রামে।
সোমবার সন্ধ্যায় নগরীর ষোলশহর স্টেশনে বিক্ষোভ থেকে ভারতের বিরুদ্ধে ‘সাম্প্রদায়িক উস্কানির’ অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
ষোলশহর স্টেশনে বিক্ষোভ-সমাবেশ শেষে সেখান থেকে একটি মিছিল নিয়ে মুরাদপুরে যান বিক্ষোভকারীরা।
সংগঠনটির চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির অভিযোগ, “ভারতীয়রা আমাদের কুক্ষিগত করে রাখার চেষ্টা করছে। তারা আমাদের মাতৃভূমি নিয়ে ষড়যন্ত্র করছে।”
সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে ভারত শান্তি নষ্ট করার চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, “কোনো ধরনের ষড়যন্ত্র নতুন বাংলাদেশের যাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। যদি কেউ বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করে, তাদের কঠিন হাতে দমন করা হবে। সবকিছুর ঊর্ধ্বে আমাদের দেশ। কিন্তু ভারত বিভিন্নভাবে আমাদের দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শান্তি নষ্ট করার চেষ্টা করছে। তাদের জন্য আমরা আলিফ ও আবরারকে হারিয়েছি।
”বাংলাদেশ কতটুকু শান্তিপূর্ণ, তা আমরা দুই দিন আগে প্রমাণ দিয়েছি।”
আগরতলায় সহকারী হাই কমিশন প্রাঙ্গণে ঢুকে সোমবার দুপুরের দিকে হামলা চালানোর খবর দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিবিসি বাংলা। সেখানে পতাকার পোল ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলার ঘটনাও ঘটেছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
‘হিন্দু সংঘার্ষ সমিতি’ নামের ডানপন্থি একটি সংগঠনের আহ্বানে হাই কমিশনে ব্যাপক বিক্ষোভের পর হামলা চালানো হয় বলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলেছে ভারত সরকার।
বাংলাদেশ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর নিন্দা জানিয়ে ওই বিক্ষোভ হয়।
এ ঘটনার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও।
হামলার ওই ঘটনার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ থেকে আরেক সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, “ভারত তার আধিপত্যবাদ কায়েম করার জন্য আওয়ামী লীগকে বারবার ক্ষমতায় বসিয়েছে। ভারতের নীলনকশার মাধ্যমে আওয়ামী লীগ বারবার ক্ষমতা গ্রহণ করতে পেরেছে।”
উস্কানি দিয়ে আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তার।
আরও পড়ুন-
আগরতলার বাংলাদেশ সহকারী হাই কমিশনে 'হামলা', ভারতের দুঃখ প্রকাশ
আগরতলা মিশনে হামলা 'পূর্বপরিকল্পিত', পুলিশের 'নিষ্ক্রিয়তার' অভিযো
আগরতলায় বাংলাদেশ মিশনে 'হামলা': বিক্ষোভের ডাক হাসনাত আব্দুল্লাহর