যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
Published : 30 Jan 2024, 07:58 AM
চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকা থেকে তিন বছর আগে ৩৮ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার এক কভার্ডভ্যান চালক এবং তার সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা বুধবার এই রায় দেন।
সাজাপ্রাপ্ত দুজন হলেন- রুবেল মিয়া ও মো. ইউনুছ। রায় ঘোষণার সময় তারা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
যাবজ্জীবন সাজার পাশাপাশি তাদের ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে রায়ে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ১১ ডিসেম্বর কর্ণফুলী থানার শাহ আমানত সেতু সংলগ্ন টোল প্লাজায় একটি কভার্ড ভ্যান থামায় পুলিশের টহল দল। চালক রুবেল মিয়া এবং তার সহকারী ইউনুছকে জিজ্ঞাসাবাদের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ভ্যানের কেবিন থেকে একটি ব্যাগে ৩৮ হাজার ৮০ পিস ইয়াবা পাওয়া যায়।
পুলিশ সে সময় জানায়, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামে পাইকারিতে বিক্রি করত তারা।
তদন্ত শেষে ২০২১ সালের ২৯ এপ্রিল এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ৭ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার রায় দেওয়া হল।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)