“এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার কাজ করছেন তিনি।”
Published : 10 May 2024, 11:31 PM
অন্যের ওপর নির্ভরশীলতা ‘চিরতরে মুছে দিতে’ সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
তিনি বলেছেন, “এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোর কাজ করছেন তিনি।”
শুক্রবার বিকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়াসিকা আয়শা। উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পাটানীকোঠা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কৃত করতে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে অর্থ প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলার কাজে হাত দিয়েছেন। তোমাদের বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে পড়ালেখা করে প্রস্তুতি নিতে হবে।
“স্মার্ট বাংলাদেশ তোমাদের হাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাজ করেন, তোমাদের সুন্দর আগামীর জন্য। লেখাপড়া না করলে দেশের জন্য কাজ করা কঠিন হয়ে যাবে। ভালো মানুষ হতে হবে, লেখাপড়া করতে হবে।”
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “আমরা কখনও চিন্তা করিনি নদীর তলদেশে টানেল হবে, কখনও চিন্তা করিনি পদ্মা সেতু হবে, এলিভেটেড এক্সপ্রেস হবে, স্যাটেলাইট হবে। আজ সব বাস্তবে রূপ দিয়েছেন তিনি।"
সরকারের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ‘ষড়যন্ত্র’ চলছে অভিযোগ তুলে তিনি বলেন, “সবকিছু মোকাবেলা করে শেখ হাসিনা এগিয়ে যাচ্ছেন।”
অন্যদের মধ্যে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ ইদ্রিছ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহজাদা মুহাম্মদ মহিউদ্দিন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন, জেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার মুহাম্মদ নাছির উদ্দিন মাহমুদ, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, প্রধান শিক্ষক আবুল কালাম, সহকারী প্রধান শিক্ষক আবদুস সবুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ অংশে উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন অর্থ প্রতিমন্ত্রী।