করপোরেশনের নিজস্ব প্রায় চার হাজার কর্মী কাজ করছেন, জানালেন মেয়র রেজাউল করিম।
Published : 17 Jun 2024, 05:02 PM
কোরবানির বর্জ্য অপসারণে চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকাকে সাতটি ভাগে ভাগ করে ৩২২টি গাড়িকে কাজে লাগাচ্ছে পরিচ্ছন্নতা কর্মীরা।
সোমবার ঈদের বিকাল সাড়ে তিনটার মধ্যেই ৮০ শতাংশ বর্জ্য অপসারণের দাবি করেছেন সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম।
দুপুরে নগরীর আলমাস সিনেমা হল এলাকায় সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথাও বলেন তিনি। বলেন, বিকাল পাঁচটার মধ্যেই সব বর্জ্য অপসারণে আশাবাদী তারা।
করপোরেশনের নিজস্ব প্রায় চার হাজার কর্মী কাজ করছে জানিয়ে মেয়র বলেন, “নগরীর ৪১ টি ওয়ার্ডকে ৭টি জোনে ভাগ করে মোট ৩২২টি গাড়ি বর্জ্য অপসারণে কাজ করছে।
“৭টি জোনে ৭টি পানির ভাউজার থাকছে রক্ত পরিষ্কার করার জন্য।”
নগরীতে অনেকে দুপুর দুইটার পর কোরবানি দেন। আবার কিছু প্রান্তিক এলাকায় পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনা কিছুটা কঠিন বলেও মন্তব্য করেন মেয়র রেজাউল।
নাগরিকদের কোরবানির বর্জ্য সংক্রান্ত অভিযোগ গ্রহণে দামপাড়ায় নিয়ন্ত্রণ কক্ষ চালু আছে বলেও জানিয়েছেন সিটি মেয়র।
কোরবানির চামড়া প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের লক্ষ্য জাতীয় সম্পদ চামড়া যাতে নষ্ট না হয়। এজন্য চামড়া ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আমরা সমন্বয় সভা করেছি। আশা করি কোন চামড়া নষ্ট হবে না এবার।”
মেয়রের সঙ্গে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, পুলক খাস্তগীর, কাজী নুরুল আমিন, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝুলন কুমার দাশও উপস্থিত ছিলেন।