ঈদের নামাজ শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, দেশের মানুষ এবার সুস্থ ও সুষ্ঠুভাবে ঈদ উদ্যাপন করছে।
Published : 31 Mar 2025, 10:32 AM
সম্প্রীতির বার্তা নিয়ে চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে অনুষ্ঠিত হল ঈদের প্রধান জামাত।
সোমবার সকাল ৮টায় ঈদের প্রথম ও প্রধান জামাতে ইমামতি করেন মসজিদের খতিব হজরতুল আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরি।
ঈদের নামাজে দেশ জাতি ও মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।
অন্তবর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক, চট্টগ্রামের সিটি মেয়র শাহাদাত হোসেন, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন, নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, মহানগর জামায়াতের আমীর শাহজাহান চৌধুরী, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টি নেতা সোলায়মান আলম শেঠ, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের প্রধান জামাতে অংশ নেন।
ঈদের নামাজ শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, “দেশের মানুষ এবার সুস্থ ও সুষ্ঠুভাবে ঈদ উদ্যাপন করছে। বড় ধরনের কোনো বিঘ্ন ঘটেনি। মানুষ এবার শান্তিতে রোজা পালন করেছেন। ঈদও নির্বিঘ্নে উদ্যাপন করতে পারছেন সবাই। এ জন্য আল্লাহর দরবারে শুকরিয়া।”
এসময় সিটি মেয়র শাহাদাত হোসেন ঈদের শুভেচ্ছা জানিয়ে পরিচ্ছন্ন এবং জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম মহানগরী গড়তে নগরবাসীর সহায়তা কামনা করেন।
তিনি বলেন, “ঈদের আনন্দ সবখানে ছড়িয়ে পড়ুক। ধনী-গরিবের মধ্যে যাতে কোনো বৈষম্য না থাকে। সুখী, সমৃদ্ধিশালী ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাই মিলে কাজ করবে। আর চট্টগ্রামকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখব। জলাবদ্ধতামুক্ত নগর করতে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা, প্লাস্টিক ফেলব না, এটাই হোক প্রত্যাশা।”
জমিয়তুল ফালাহ মসজিদে সকাল সাড়ে আটটায় দ্বিতীয় জামাত হয়। দ্বিতীয় জামাতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম।
এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদ জামাত হয়।
নগরীর বিভিন্ন মসজিদে স্থানীয় উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন সময়ে। সেসব ঈদ জামাতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ লোকজন অংশ নেন।